আপনজন ডেস্ক: এবার বলিউড বাদশা শাহরুখ খানের সমর্থনে এগিয়ে এলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বর্ণবিদ্বেষ কে সরাসরি টার্গেট করা হচ্ছে বলে তিনি মনে করেন। মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে এবার তিনি মুখ খুললেন। তার অভিযোগ, শাহরুখের পদবী খান বলেই টার্গেট করা হচ্ছে আরিয়ানকে। শাহরুখ খান মুসলিম বলেই বলেই তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর আরও অভিযোগ, গোটা হিন্দুত্ববাদের সমর্থনে মুসলমানকে সরাসরি টার্গেট করছে কেন্দ্রের বিজেপি সরকার। এদিন টুইটারে মেহবুবা মুফতি তার ক্ষোভ উগরে দিয়ে লখিমপুরের কৃষক হত্যার প্রসঙ্গ টেনে বলেন, 'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের শাস্তির ব্যবস্থা না করে, তারা আরিয়ান খান কে জেলে পুরে দিয়েছে। অযথা মুসলিমদের নিশানা করা হচ্ছে।'
শাহরুখের সমর্থনে এর আগে বলিউডের অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা এগিয়ে এলেও, মেহবুবা মুফতির এহেন বিজেপি বিরুদ্ধ কটুক্তি সত্যিই বিরল। প্রসঙ্গত, গত শনিবার মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে মাদক নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরিয়ান খান এবং তার বন্ধুদের। প্রথমে তারা এনসিবির হেফাজতে ছিলেন। পরে আরিয়ানকে গ্রেফতার করা হয়। আদালতে জামিন না পাওয়ায় শাহরুখপুত্র আপাতত পুলিশ হেফাজতে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct