আপনজন ডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এখন নিরাপত্তায ভুগছে সেকানকার সংখ্যালঘুরা। শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে পিউদা গ্রামে উচ্ছেদের চেষ্টায় ১৫০ জন লোক গ্রামের একমাত্র মুসলিম পরিবারকে আক্রমণ করে। অভিযোগের তীর আরেএসেরে দিকে। অভিযোগ, আরএসএসের কর্মীরা তাদেরকে শাসিয়েছিল ৯ অক্টোবরের মধ্যে গ্রাম ছাড়তে। তা না মানায় শ দেড়েক লোক তাদেরকে আক্রমণ করে। সেই বিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায় কিছু মানুষ পুরুষ এবং মহিলাদেরকে ধাক্কাধাক্কি করছে। এ ব্যাপারে আক্রান্ত পরিবারের এক মহিলা জানান, আক্রমণকারীদের মধ্যে শ দেড়েক আরএসএসের কর্মী ছিল। তারা আগেই শাসিয়ে গিয়েছিল গ্রাম ছাড়ার জন্য। কিন্তু গ্রাম না ছাড়ায় তাার আক্রমনের পথ বেছে নেয়। পরিবারের আরেকজন সদস্য যিনি নিজেকে শাহরুখ ওয়ারসি হিসাবে পরিচয় দেন তিনি দাবি করেছেন যে বাড়িতে কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ তাদের উপর আক্রমণ করা হয়েছিল।
তাদের আইনজীবী এহতিশাম হাশমি পরিবারের সঙ্গে কথা বলে পুলিশে অভিযোগ জানান। হাশমি জানান, পুলিশ একটি মামলা দায়ের করেছে কিন্তু এফআইআর বা মেডিকো আইনি নথির একটি অনুলিপি জমা দেয়নি।
তবে, নিউজ ক্লিকের এক সাংবাদিক জানিয়েছেন, পরিবারটি গ্রামে নতুন জমি কেনার চুক্তি বাতিল করে অন্রত্র চলে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct