এম মেহেদী সানি, হাবড়া: উত্তর ২৪ পরগনার হাবড়া-১ নম্বর ব্লকের অন্তর্গত বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাসিন্দাদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করে নজির গড়ল বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েত | পুজোর আগেই রবিবার, ভ্যাকসিনের ১০০ শতাংশ প্রথম ডোজ সম্পন্ন করা হয়েছে বলে ওই পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে বেড়গুম ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত কুমার নাগ জানান ‘’ আমরা পঞ্চায়েত প্রশাসনগত ভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ভিআরপি এবং এলাকায় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সমগ্র বেড়গুম ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৮ বরের বেশি বয়সীদের করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে৷ যারা ভ্যাকসিন নেননি সেই সমস্ত বাড়িতে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রতিনিধি হিসেবে আশাকর্মী, ভিআরপি এবং গ্রামের জনপ্রতিনিধিরা গিয়ে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়েছিলেন।
তার ভিত্তিতে রবিবার বাকি থাকা সকল ব্যক্তিদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ায় ১০০ শতাংশ প্রথম ডোজ সম্পন্ন হয়েছে’’ বলে উপপ্রধান অসিত কুমার নাগ জানান৷ করোনা ভ্যাকসিন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হলেও, তৃণমুল কংগ্রেসে পরিচালিত বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েত নির্বিঘ্নেই ১০০ শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করে কার্যত নজির সৃষ্টি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct