আপনজন ডেস্ক: সদ্য শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। যেখানে বিরোধী দলগুলিকে উড়িয়ে দিয়ে তূতীয়বারের মতো মসনদে বসল তূণমূল কংগ্রেস। এবার বিধানসভা ভোট হতে চলেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, পাঞ্জাব এবং গোয়াতে।ভোটের আগে এই সমস্ত ভোটমুখী রাজ্যগুলিতে সমীক্ষা চালিয়ে একটি চমকপ্রদ তথ্য উঠে এল।সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৪০ শতাংশ মানুষ জানিয়েছেন, রাহুল গান্ধীর কাজে তাঁরা সন্তুষ্ট নন। এমন সমীক্ষার ফলে ভোটের আগে দারুণ অস্বস্তিতে কংগ্রেস।এবিপি সি-ভোটার সমীক্ষার ফল অনুযায়ী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাজে খুশি নন ওই পাঁচ রাজ্যের ৪০.৫ শতাংশ মানুষ।
কংগ্রেস নেতার পক্ষে রায় দিয়েছেন ১৮.৫ শতাংশ মানুষ। ২০.২ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা রাহুল গান্ধীর কাজে কিছুটা সন্তুষ্ট। পাঁচ রাজ্যের ৬৯০টি কেন্দ্রে সমীক্ষা চালানো হয়েছিল। ৯৮ হাজার ১২১ জন এতে অংশগ্রহণ করেছেন। কংগ্রেসের চিন্তা বাড়িয়েছে পাঞ্জাবের সমীক্ষার ফল। সেখানে কংগ্রেস সরকার থাকলেও সেই রাজ্যের ৫৩.১ শতাংশ মানুষ সমীক্ষায় জানিয়েছেন, তারা রাহুল গান্ধীর কাজে সন্তুষ্ট নন। পক্ষে মত দিয়েছেন মাত্র ৬.৭ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct