আপনজন ডেস্ক: বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় লখিমপুর খেরিতে কৃষকের মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। ঘটনার এক সপ্তাহ কেটে যাওয়ার পর অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধীদের নিন্দায় তেতে উঠেছে উত্তরপ্রদেশের রাজনীতি। লখিমপুরের ঘটনায় কৃষকদের প্রতিবাদে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তাতে প্রাণ গিয়েছিল দুই বিজেপি কর্মীরও। হিংসার বলি হন দুই বিজেপি কর্মী শ্যাম সুন্দর (৩২) আর শুভম মিশ্র (২৯)। সেই পরিবারের অভিযোগ, তাদের এত বড় ক্ষতি হয়ে গেলেও, কোনও নেতা মন্ত্রী এখনও পর্যন্ত খোঁজ নেয়নি। তাদের নিয়ে মিডিয়ার প্রচার নেই। যদিও এই দুই বিজেপি কর্মী নিয়মিত দলের নানা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেন। তারা বিজেপির বুথ-ইন-চার্জ হিসেবেও কাজ করেছেন।
সেদিন উত্তেজিত ক্ষুব্ধ জনতার সামনে পড়ে অঘোরে প্রাণ হারাতে হল শ্যাম সুন্দরের।শ্যামের বাবা জানিয়েছেন, ছেলে কুস্তি প্রতিযোগিতা দেখতে বানবিরপুর গিয়েছিল। ও তো কাউকে মারেনি। তাহলে ওকে কেন মরতে হল?ও মন দিয়ে দলের কাজ করত। কিন্তু ওকে চলে যেতে হল। কোনও রাজনৈতিক নেতা এসে যদি আমাদের সাহায্য করতেন, বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন, অনেক শান্তি পেতাম।' যদিও কৃষক নেতাদের দাবি,' জীবিত অবস্থাতেই শ্যাম সুন্দরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct