আপনজন ডেস্ক: বাঙালির অন্যতম উৎসব দুর্গাপুজার প্রাককালে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বারুইপুরের ৮০ জন মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থানার মঠের দীঘি কালিকাতলা এলাকায়। জানা গিয়েছে, পুজোর ভোগ খেয়ে বমি হওয়ার পাশাপাশি পেট ব্যথা শুরু হয় বহু মানুষের।পরিস্থিতি খারাপ বুঝেই সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ৮০ জনকে ভর্তি করা হয় মঠেরদীঘি ব্লক হাসপাতলে।
যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মূলত বিষক্রিয়ায় জেরেই অসুস্থ হয়ে পড়েন ওই ৮০ জন।স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার এক বাসিন্দার বাড়ির ছাদ ঢালাই উপলক্ষে পুজোর আয়োজন করা হয়। সেই পুজো ছিল ভুরিভোজের ব্যবস্থা। খাওয়া-দাওয়া সেরে আমন্ত্রিত অতিথিরা বাড়িতে ফিরতে শুরু হয়ে যায় পেট ব্যাথা। পরে পেট খারাপ। বমির পাশাপাশি আসে কাঁপুনি দিয়ে জ্বর। এদিন তাদের দেখতে হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক সওকাত মোল্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct