আপনজন ডেস্ক: আসামের নওগাঁ কেন্দ্রীয় কারাগার ও বিশেষ কারাগারের একটি ঘটনা সবাইকে অবাক করল। এই দুই কারাগারের মোট ৮৫ জন আসামি মারণ রোগ এডস আক্রান্ত। জানা গিয়েছে এই ৮৫ জনের মধ্যে ৪৫ জন বিশেষ কারাগারের আবাসিক। বাকিরা নওগাঁ শহরে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের আসামি। এ ব্যাপারে নওগাঁও বিসিবিল হাসপাতালে এক আধিকারিক জানিয়েছেন, এই রোগ তাদের মধ্যে ছড়িয়েছে মাদকের মাধ্যমে।
এর আগে এই সিভিল হাসপাতাল চারজন মহিলা সহ ৪০ জনের এইচআইভি ধরা পড়ে। জেল সূত্রে জানা গিয়েছে, জেলের বেশিরভাগ আসামি এডস আক্রান্ত। কারণ তারা বেশিরভাগ মাদকাসক্ত। তারা একই সিরিঞ্জ ব্যবহার করে নিষিদ্ধ ওষুধ নেয়। সে কারণে তাদের পাশাপাশি বাকিরাও এডস আক্রান্ত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct