আপনজন ডেস্ক: কয়েকদিন আগে কাশ্মীরের একটি স্কুলে ঢুকে দুজন শিক্ষককে হত্যা করে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনাকে মোটেও সহজভাবে নেয়নি কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রক। সেটা মাথায় রেখেই গোটা উপত্যকা জুড়ে চলছে ধরপাকড়। সন্ত্রাসবাদী হামলার জেরে গোটা কাশ্মীর জুড়ে তদন্তে নেমে দারুণভাবে ধরপাকড় শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের শিক্ষক মৃত্যুর ঘটনায় বহু জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ।
একই সাথে নিরাপত্তা বাহিনীও পাকড়াও করেছে বহু মানুষকে। সব মিলিয়ে ৫৭০ জনের বেশী মানুষ কে আটক করেছে তারা। এদের মধ্যে রয়েছে বহু স্কুলের শিক্ষক ও ছাত্র। এ নিয়ে অবশ্য বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তাদের দাবী, স্কুলে গিয়ে ধরপাকড় কাশ্মীরের শিক্ষা ব্যবস্থার ওপর খারাপ প্রভাব পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct