সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই ঢাকে কাঠি পড়বে । সকলেই মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবে । কিন্তু এত আনন্দের মাঝেও মন ভালো নেই বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় রেঞ্জের বাঁদর কোন্দা, কদমা এলাকার ধান চাষীদের।
রাতের অন্ধকারে রীতিমতো হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় এই এলাকায় ধান চাষীদের। প্রায় ৪০ বিঘা ধান পায়ে মুড়িয়ে নষ্ট করেছে হাতির দলটি।
অন্যদিকে সন্ধ্যা ঘনিয়ে এলে আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের কেননা বাড়ির বাইরে বেরোলে যেকোনো মুহূর্তে হাতির সামনে পড়তে হতে পারতে হতে পারে ঘটতে পারে প্রাণহানির মত দুর্ঘটনা । তাই একপ্রকার সন্ধ্যা হলে গৃহবন্দী হয়ে থাকতে হয় তাদের। গ্রামবাসীদের অভিযোগ বনদপ্তর সঠিক ভূমিকা পালন করছে না যার কারণে তাদের ফসলের এই বিপুল ক্ষতি হচ্ছে। ফসলের এই বিপুল ক্ষতি আগামী দিনে কিভাবে পূরণ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে ক্ষতিগ্রস্ত চাষীদের। শনিবার কদমা এলাকায় গ্রামবাসীরা ও ক্ষতিগ্রস্থ কৃষকরা হাতির সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধে শামিল হন । পরে বেলিয়াতোড় রেঞ্জ অফিসার ও বেলিয়াতোড় থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ক্ষুব্দ গ্রামবাসী ও কৃষকরা পথ অবরোধ তুলে নেন।
রামপ্রসাদ ঘোষ, জগন্নাথ ঘোষ , মনি মুন্ডা নামের ক্ষতিগ্রস্ত কৃষকরা রীতিমতো স্থানীয় বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা জানান , বনদপ্তরের গাফিলতির কারণে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাশাপাশি তাদের যে পরিমাণ ক্ষতি দেওয়া হচ্ছে সেই তুলনায় যৎসামান্য ক্ষতিপূরণ তাদের দেওয়া হচ্ছে । তবে দ্রুত হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে দেওয়ার দাবিও জানান তারা ।
এ বিষয়ে বাঁকুড়া উত্তর বন বিভাগের ডি.এফ.ও কল্যাণ রায় আমাদের মুখোমুখি হয়ে জানান, গ্রামবাসীদের সবসময় সতর্ক করা হচ্ছে এবং দুর্গাপূজার সময় বাড়তি সতর্কতা হিসেবে হুলা পার্টির ব্যবস্থা করা হবে এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct