আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত করা হয়েছে। শকিবার কেন্ত্রীয় আইন মন্ত্রক সূত্র জানিয়েছে। বিভিন্ন হাইকোর্টের আট জন বিচারপতিকে বিভিন্ন হাইকোর্টের প্রধঅন বিচারপতি করা হয়েছে। আর পাঁচ জন প্রধান বিচারপতিকেও বিভিন্ন হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগের প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, মেঘালয়ের বিচারপতি রঞ্জিত ভি মোরকে একই উচ্চ আদালতের প্রধান বিচারপতি করা হয়েছে। কর্নাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি সতীশ চন্দ্র শর্মাকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত করা হয়েছে। হিমাচল প্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি আর ভি মালিমাথ এখন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রিতু রাজ অবস্থি কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হবেন। একইভাবে, কর্নাটক হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমারকে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে উন্নীত করা হয়েছে। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।
পৃথকভাবে, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি এ এ কুরেশিকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বদলি করা হয়েছে। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তিকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ইউএসটিএস মহম্মদ রফিককে হিমাচল প্রদেশ উচ্চ আদালতে তাদের নতুন প্রধান বিচারপতি হিসাবে পাঠানো হয়েছে। মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি এ কে গোস্বামীকে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct