আপনজন ডেস্ক: বহু টালবাহানার পর অবেশেষে সুপ্রিম কোর্টের চাপে পড়ে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনায় পুরিশ গ্রেফতার করল প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র পুত্র আশিস মিশ্রকে। শনিবার উত্তরপ্রদেশ পুলিশের সিট-এর তদন্তকারী অফিসারদের মুখোমুখি হন আশিস। ১২ ঘণ্টার ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। ডিআইজি উপেন্দ্র কুমার আগরওয়াল সাংবাদিকদের জানান, ‘জেরায় অনেক তথ্য গোপন করেন আশিস। তদন্তে সহযোগিতা করছিলেন না তিনি। অসহযোগিতা এবং বয়ানে অসঙ্গতির কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার আদালতে পেশ করা হবে। আরও জেরা করার জন্য পুলিশি হেফাজত চাওয়া হবে আদালতের কাছে।’
লখিমপুরের ঘটনার পাঁচিদন পর অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করা হল। এই বিলম্বের জন্য তার বাবা মন্ত্রীর কারণে কিনা প্রশ্ন উঠছে। কারণ, একদিন আগেও তিনি সমন এড়িয়ে চলছিলেন। সে সময় সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে মনে করিয়ে দেয় যে এই ঘটনায় দেশব্যাপী ক্ষোভ এবং কৃষক গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান চাপের মধ্যে এই ঘটনায় যে জড়িত তার বিরুদ্ধে আইন পথে ব্যবস্থা নিতে হবে। যদিও বেশ কয়েকদনি ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র দাবি করছিলেন তার পুত্র আশিস নির্দোষ। এমনকী ঘটনাস্থলে ছিলেন না। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ সূত্রে জানা গেছে, মন্ত্রীর ছেলে তার অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি বিষয় ব্যাখ্যা করতে পারেননি। সাক্ষ্যতে জানান, তিনি দুপুর ২ টা থেকে ৪ টার মধ্যে সেখানে ছিলেন না। অথচ, তার ফোনের অবস্থান বলছে অপরাধের ঘটনারর কাছাকাছি তাকে দেখা গেছে। যে এসইউভি কৃষকদের ধাক্কা মেরেছিল তার চালক যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে আশিসের বক্তব্য মেলেনি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলাটি ওঠার সাথে সাথে ওই ঘটনায় অভিযুক্ত আরও দুই ব্যক্তি লাভ কুশ এবং আশিস পাণ্ডেকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ না েপলে কাউকে গ্রেফতার করা হবে না। তবে, লখিমপুরে মন্ত্রী পুত্রের গাড়িতে পিষে মারা আটজনের মৃত্যু নিয়ে কৃষক আন্দোলন আরও জোরদার হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct