আপনজন ডেস্ক: দিল্লিতে ২১ জুলাই পালনের মাধ্যমেও বিরোধী জোট শক্ত করার বার্তা দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তারপর থেকে হঠাৎ যেন সব অংক পাল্টে গেল।তৃণমূল সম্প্রতি নিজেদের মুখপত্রে কংগ্রেস এবং সাংসদ রাহুল গান্ধীর কড়া সমালোচনা করে।এবার ছত্রিশগড় ইস্যুতে কংগ্রেসকে নিশানা করল ঘাসফুল শিবির। একইসঙ্গে নিশানা করা হল সেই রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে।
ক'দিন আগে তৃণমূলের দল ভাঙানো নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ভূপেশ বাঘেল। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভূপেশ বাঘেল তৃণমূল এবং প্রশান্ত কিশোরকে খোঁচা দিয়ে লিখেছিলেন, 'আমাদের দলে থেকে যাঁরা নিজেদের আসনে জিততে পারেননি, তাঁদের ভাঙিয়ে জাতীয় স্তরে বিকল্প শক্তি গড়ার কারিগররা খুব হতাশ হবেন। জাতীয় বিকল্প হতে গেলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। কিন্তু এর কোনও দ্রুত সমাধান নেই।' তার পাল্টা হিসেবে এদিন তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে বাঘেলকে তোপ দেগে লেখা হয়, 'প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়া এক নেতার কাছ থেকে এত বড় বড় কথা শোনা যাচ্ছে। নিজের ওজন না বুঝে এই সব কথা বললে সম্মান পাওয়া যায় না। তাহলে কি অমেঠিতে ঐতিহাসিক পরাজয়ের কথা মুছে দেওয়ার চেষ্টায় কংগ্রেস নতুন টুইটার ট্রেন্ড শুরু করল?'
আরও পড়ুন: