আপনজন ডেস্ক: এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চালু হতে চলেছে বাংলাদেশে।রাশিয়ায় তৈরি হয়েছে এই চুল্লি তথা রিয়্যাক্টর প্রেসার ভেসেল। ভিভিআর-১২০০ মডেলের এই রিয়্যাক্টরে পরমাণু জ্বালানি পুড়িয়ে ১২০০ মেগাওয়াট বিদ্যুত্ উৎপাদন সম্ভব হবে।পাবনায় নির্মীয়মাণ এই পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে রবিবার উদ্বোধন হতে চলেছে।প্রথম ইউনিট ২০২৩ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে।
এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যেও এই প্রকল্পটি তৈরি করতে ২৫ হাজার শ্রমিক কাজ করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল, অতিরিক্ত অর্থ খরচ করে হলেও এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। এটির পাশাপাশি কো-ক্যাচার নামে একটি বাড়তি জিনিস পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লাগানো হয়েছে। যেটা জাপানে ফুকুশিমার পারমানবিক চুল্লি ফেটে বহু মানুষ নিহত হওয়ার ঘটনার পর আবিস্কৃত হয়েছিল।
আরও পড়ুন: