আপনজন ডেস্ক: আফগানিস্তানের শিশুরা ভয়াবহ খাদ্য সঙ্কটে ভুগতে পারে। রাষ্ট্রসংঘ সতর্ক করে দিয়েছে যে, বছরের শেষের দিকে আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী দশ লাখ শিশুর জীবন ‘তীব্র মারাত্মক অপুষ্টি’র কারণে হুমকিতে রয়েছে। আরও ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে শঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।
মঙ্গলবার সংস্থাটি সতর্ক করে আরো জানায়, তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া অন্তত ১০ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে দেশটিতে। ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘোর। সেখানে অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে কমপক্ষে ১৭ জন মারা গেছে। প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোল্লা মোহাম্মদ আহমদী বলেন, ক্ষুধার প্রভাবের জন্য প্রায় ৩০০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, দেশের কেন্দ্রীয় অঞ্চলে শত শত শিশু অনাহারের ঝুঁকিতে রয়েছে।
আফগানিস্তানে রাষ্ট্রসংঘের শিশু সংস্থার একজন মুখপাত্র বলেছেন, তিনি ঘোরের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেননি কিন্তু আশঙ্কা করছেন ‘অনেক শিশু চূড়ান্ত মূল্য দিচ্ছে’। ইউনিসেফের সালাম আল-জানাবি বলেন, এজেন্সির মনিটরিং নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে এবং ঘটনাপ্রবাহের রিপোর্টের উপর নির্ভর করছে, কিন্তু ‘আমরা খুব বেদনাদায়কভাবে সচেতন যে এটি এমন কিছু, আমরা যার দ্বারপ্রান্তে বা মাঝখানে আছি ‘
আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে গভীরভাবে ডুবে গেছে। খরা, খাদ্যের দাম বেড়ে যাওয়া এবং চাকরি হারানোর প্রভাব আন্তর্জাতিক সহায়তা এবং অর্থায়নের সাথে বন্ধ হয়ে গেছে।
ব্যাঙ্ক থেকে টাকা তোলা নিয়ে আফগানদের লাইন পড়ে েগছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct