আপনজন ডেস্ক: আগামি ১৫ অক্টোবর থেকে ভারতে চালু হচ্ছে টুরিস্ট ভিসা। এ নিয়ে এদিন একটি বিবূতি জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। নানান দিক বিবেচনায় করার পর বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটে আসা বিদেশি ট্যুরিস্টদের ভিসা দেওয়ার কথা জানানো হল। যদিও সাধারণ পর্যটকরা এখনই এই ভিসা পাবেন না।
সাধারণ ফ্লাইটে ভারতে আসা পর্যটকরা ১৫ নভেম্বর থেকে ভিসা পাবেন বলে ওই বিবৃতিতে জানানো হয়। একই সঙ্গে জানানো হয়েছে, ভারতে প্রবেশের পর কোভিড বিধি মেনে চলতে হবে পর্যটকদের।করোনা মহামারীর বিষয়টি মাথায় রেখে ২০২০ সালের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের উপর বিধিনিষেধ জারি করে ভারত সরকার। নতুন সিদ্ধান্তে অবশ্য সে বিধিনিষেধও শিথিল করা হয়েছে। দেশে করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়াতেই এ সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct