আপনজন ডেস্ক: শরণার্থীদের উপর লিখে তানজানিয়ার কথাসাহিত্যিক আবদুল রাজাক গুরনাহ ২০২১ সালের নোবেল পুরস্কারে ভূষিত হলেন। বৃহস্পতিবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কারের জন্য বেছে নেন ৭৩ বছর বয়সি আবদুল রাজাককে। তিনি ব্রিটেনে বসবাস করলেও তার সাহিত্যের বিষয় হয়ে ওঠে শরণার্থী। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, উপনেবেশিকতার প্রভাব শরণার্থীদের ভাগ্যের বিষয়ে আপোষহীন থেকেছেন এই লেখক। আবদুল রাজাকের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১) এবং ডেজারশন (২০০৫)। তবে তিনি মাত্র দশটি উপন্যাস লিখেছেন।
সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে আবদুল রাজাক গুরনাহর নাম ঘোষণা করা হয়। তিনি এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন।
প্রসঙ্গত, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct