আজিজুর রহমান, গলসি: এলাকার মানুষকে পরিসেবা দিতে দুয়ারে ভ্যাকসিন শিবির করল পোতনা পুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্দ্যোগে ও তাদের ব্যবস্থাপনায় গ্রামের হাই স্কুলে ভ্যাকসিন শিবিরটি করা হয়। যেখানে হাসপাতালের সাত প্রতিনিধি দল ভ্যাকসিন প্রদান করতে আসেন। শিবিরে পুরসা গ্রাম ছাড়াও এলাকার বিভিন্ন গ্রামের মোট ২৫০ জন সাধারণ মানুষ ভ্যাকসিনেশন করা হয়। বাড়ির কাছে ওই পরিসেবা নিতে এলাকার বেশি সংখ্যক মহিলারা ওই শিবিরে ভ্যাকসিন নিতে আসেন।
এদিন ২০০ জনকে মানুষকে করোনার প্রথম ডোজ ও পঞ্চাশ জন মানুষকে দ্বিতীয় ডোজ এর ভ্যাকসিন প্রদান করা হয়। সাধারণ মানুষের যাতাযাত খরচ সাশ্রয় করতে ও হাসপাতালে ভিড় এড়াতেই ওই কর্মসূচী নেন আয়োজকরা। যাতে সবরকম সহযোগিতা করেন পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্র। জানা গেছে এদিন প্রথম ডোজ প্রাপকদের কোভিশিল্ড ও দ্বিতীয় ডোজ প্রাপকদের কোভ্যাকসিন প্রদান করা হয়। স্থানীয় তৃণমূল নেতা সেখ কমল বলেন, মহিলা ও বয়স্ক মানুষদের সুবিধার্থে তারা ওই শিবিরটি করেছেন। ওই কাজে পুরসা হাসপাতাল তাদের সব রকম সহযোগিতা করছেন। এলাকায় ভ্যাকসিনের চাহিদা বেশি থাকায় আবারও ওই শিবির করা হবে বলে জানিয়েছেন কমল বাবু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct