মঞ্জুর মোল্লা, নদিয়া: চাষের জমিতে জল জমে থাকায় বিক্ষোভের সৃষ্টি হওয়ায় গ্রাম পঞ্চায়েতে তালা দিলেন গ্রামবাসীরা। অভিযোগ দীর্ঘদিন ধরে চাষের জমিতে জল জমে আছে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় গ্রামবাসীর পক্ষ থেকে তেহটটো ব্লকের চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতে তালা লাগানো গ্রামবাসী।এলাকাবাসীর স্থানীয় একটি সুইচগেট আছি সেই গেট দিয়ে মাঠের জমা জল সাপ্লাই হয় নদীতে কিন্তু সুইচগেট তালা লাগিয়ে দিয়েছে মৎস্যজীবীরা। এই খবর পাওয়া মাত্রই চাঁদেরঘাট গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাই এবং স্থানীয় প্রশাসনকে জানায় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গ্রামের পক্ষ থেকে চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। প্রধান প্রতিমা মন্ডল জানান গ্রামের কৃষক ও মৎস্যজীবীদের কে নিয়ে মীমাংসা করার জন্য আলোচনা করা হয়েছিল কিন্তু মৎস্যজীবীরা তা মানতে রাজি হয়নি।
পঞ্চায়েতের ভিতরে খাল ও বিল নিয়ে আলোচনা চলছিল ধোপট্ট ও কুষ্টিয়া মোট তিনটি গ্রাম নিয়ে মীমাংসা করা হচ্ছিল খাল ও বিল ৫ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রয় করে পাশের দুই গ্রামে। চাঁদেরঘাট গ্রামবাসীর অভিযোগ ওই যে খাল রয়েছি খাল হচ্ছে দপট মজার ভিতর কিন্তু জমি হচ্ছে চাঁদেরঘাট গ্রামের তাই ওইখান থেকে দ্রুত জল সারানোর ব্যবস্থা করতে হবে। তারই দাবিতে গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ। পঞ্চায়েত প্রধান প্রতিমা বিশ্বাস প্রত্যেক দিনের মতো পঞ্চায়েত অফিসে আজও যাচ্ছিল সেই সময় একদল কৃষক তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পঞ্চায়েত গেটে তালা লাগিয়ে দেয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct