জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন, করোনায় যারা বাবা মাকে হারিয়েছে, তাদের পাশে রয়েছে প্রশাসন। সেই কথাকে বাস্তবে রূপ দিতে মহালয়ার দিন এমন ৫২ জন শিশু ও কিশোরকে পুজোর পোশাক তুলে দিল পুরুলিয়া জেলা প্রশাসন। এদিন পুরুলিয়া রবীন্দ্রভবনে আয়োজিত “শৈশব -সেই ই সব” অনুষ্ঠানে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠান মঞ্চেই প্রশাসন ঘোষণা করে রাজ্যের নারী ও শিশুকল্যান দপ্তর ওই শিশুদের প্রত্যেককে দুহাজার টাকা করে স্পনসর করছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল কুমার দত্ত ঘোষণা করেন, শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবে স্বাস্থ্যদপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct