আপজনজ ডেস্ক: অক্সিজেন বিপর্যয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালের অক্সিজেন প্লান্ট থেকে গ্যাস লিক করায় বিপত্তি বাধে।তাতেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও রোগীর পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন। এই ঘটনায় অবশ্য কোনও রোগীর ক্ষতি হয়নি। বৃহস্পতিবার সকালে ফ্রেজার ওয়ার্ডের কাছে অক্সিজেন প্লান্ট থেকে হঠাৎ গ্যাস লিক হতে থাকে।
গ্যাসের গন্ধ মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। হুড়োহুড়ি শুরু করে দেন তাঁরা। রোগীর পরিজনেরাও আতঙ্কিত হয়ে পড়েন। যদিও হাসপাতালের তরফ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। শীঘ্রই ঘটনাস্থলে চলে আসেন অক্সিজেন প্লান্ট রক্ষণাবেক্ষণকারী সংস্থার আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct