আপনজন ডেস্ক: তাইওয়ানের আকাশসীমায় একের পর এক জঙ্গি বিমান পাঠিয়ে তার সামরিক শক্তি প্রদর্শন করছে চীন। গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি
খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে চীন ও তাইওয়ানের সম্পর্কে।তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে কোনও মুহূর্তে দু'পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে যুদ্ধ বেঁধে যেতে পারে। পর পর চার দিন ধরে চীনা সামরিক বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছে। তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। কিন্তু চীন মনে করে এই দ্বীপ রাষ্ট্রটি তাদের একটি দলছুট প্রদেশ।দুটি ভূখণ্ডের পুনরেকত্রিকরণের জন্য চীন বল প্রয়োগের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না।তবে চীনা জঙ্গী বিমানগুলো তাইওয়ানের মূল ভূখণ্ডের আকাশ সীমা অতিক্রম না করলেও মি. চিউ হুঁশিয়ার করেন যে এই ঘটনাকে কেন্দ্র করে 'ভুলক্রমে' গোলাগুলি শুরু হওয়ার একটি ঝুঁকি থেকে যাচ্ছে। প্রসঙ্গত, চীনে ১৯৪৯ সালে কমিউনিস্টরা শাসন ক্ষমতা দখল করার পর তাইওয়ান মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়।তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারে বলে চীন ক্রমশই উদ্বিগ্ন হয়ে পড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct