আপনজন ডেস্ক: এশিয়ার সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের নাম বদলে দিতে চাইছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। নাম বদলে পুরনো নাম রামগঙ্গা জাতীয় উদ্যান করার কথা জানান এই বিজেপি মন্ত্রী। জাতীয় উদ্যান পরিদর্শনে এসে তিনি বলেন, 'জিম করবেট জাতীয় উদ্যানের নামের জায়গায় আমি করি তার পুরনো নাম রাখা উচিত। কারণ, আগে তার এটাই নাম ছিল। ১
৯৫৬ সালে এই জাতীয় উদ্যান জিম করবেটের নামে রাখা হয়। জানা গিয়েছে, এশিয়ার প্রাচীনতম জাতীয় উদ্যানটি ৫২০ বর্গ কিমি বিস্তৃত। ১৯৩০ সালে হেইলি জাতীয় উদ্যান নামে স্থাপিত হয়। পরে এর নাম হয় রামগঙ্গা জাতীয় উদ্যান। ১৯৫৬ সালে এডওয়ার্ড জিম করবেটের নামে নামকরণ করা হয়। প্রখ্যাত সংরক্ষণবিদ এই জাতীয় উদ্যান তৈরিতে বড় ভূমিকা ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct