আপনজন ডেস্ক: পুজোর রাতে যানজট এড়িয়ে ঠাকুর দেখার অন্যতম ভরসা হল মেট্রো রেল। রাস্তার যানজট এড়াতেও অনেকেই গাড়ি ছেড়ে মেট্রো ব্যবহার করেন। আর সে কারণে সম্প্রতি মেট্রোতেও বাড়ে ভিড়। সেই ভিড় এড়াতে মেট্রোর সময়সূচিতে বদল আনতে চলেছেন রেল।আগামী ১২ অক্টোবর সপ্তমী থেকে ১৪ অক্টোবর নবমী পর্যন্ত মেট্রোর সময়সূচিতে বদল করা হয়েছে। সেই দিনগুলিতে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টা নাগাদ। দু\'প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
এ বিষয়ে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের চেয়ারম্যান মনোজ যোশি বলেন, \'আমরা পুজোর তিনটে দিন শেষ মেট্রোর সময়সীমা দেড় ঘন্টা করে বাড়াচ্ছি। অন্যান্য সময় দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো রাত্রি সাড়ে ৯টায় ছাড়ে। সপ্তমী থেকে নবমী এই মেট্রো ছাড়বে রাত ১১টায়। ভিড় সামাল দিতেই ৬ মিনিট অন্তর ছাড়বে মেট্রো। রেল পুলিশ এবং মেট্রো রেল কর্মীরা ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকবেন।\'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct