আপনজন ডেস্ক: রেল কর্মীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। বাঙালির সেরা উৎসব দুর্গা পুজোর আগে মোটা অঙ্কের টাকা বোনাস পাবেন কর্মীরা। জানা গিয়েছে, ৭৮ দিনের মাইনে বোনাস হিসেবে এবছর দেওয়া হবে রেলে কর্মরত সকলকে।নন-গেজেটেড রেল কর্মীদের এই বোনাস দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রেল মন্ত্রক। এর ফলে ১১ লক্ষ ৫৬ হাজার নন-গেজেটেড রেলকর্মী উপকৃত হবেন।
রেলের ফর্মুলা অনুযায়ী ৭২ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়ার কথা ছিল। কিন্তু মোদীর মন্ত্রিসভায় ৭৮ দিনের বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে কর্মীদের মনোবল বাড়াতে এবং তাঁদের কাজে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর। রেল কর্মীদের এই বোনাস দিতে কেন্দ্রের খরচ হবে মোট ১ হাজার ৯৮৫ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct