আপনজন ডেস্ক: বাঙালির সেরা উৎসব পুজোর আগে রাজ্যে সব খারাপ রাস্তা দ্রুত মেরামতের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করল মমতার সরকার। জানা গিয়েছে, রাস্তা সারাইয়ের কাজ আগামী ৯ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে। আসলে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি এবং বন্যার ফলে বিভিন্ন রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে রাস্তার বেড়ে গিয়েছে খানাখন্দ। তা মেরামতির জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে।
পুজোর মধ্যে খারাপ রাস্তার জন্য যাতে কাউকে কোনও দুর্ঘটনার মধ্যে না পড়তে হয়, সেই কারণেই তড়িঘড়ি এই কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে যে অঞ্চলে এখনও রাস্তা থেকে জল নামেনি, সেই সব জায়গায় জল নামলে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে নবান্নকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct