আপনজন ডেস্ক: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলির আঁকা কিছু ছবি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। সেখানে সেই ছবিগুলো ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকার বিক্রি হয়েছে।
সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে মুহাম্মদ আলির আঁকা ২৬ টি ছবি নিলামে তোলে। সব মিলিয়ে দাম ওঠে সাত কোটি।
এসব আঁকা ছবির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘মৌমাছির মতো দংশন’ (স্টিং লাইক এ বী) পেইন্টিংটি। একজন ক্রেতা ছবিটি ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছেন।
মুহাম্মদ আলীর আসল নাম ছিল ‘ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র’। তিনি ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে তৎকালীন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন সলি লিস্টনকে পরাজিত করে বিশ্বসেরা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে হৈ-চৈ ফেলে দেন তিনি।
পরের বছর ১৯৬৫ সালে নেশন অব ইসলাম নামের সংস্থায় যোগ দিয়ে তিনি নিজের নাম পরিবর্তন করে মুহাম্মদ আলী রাখেন। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মুহাম্মদ আলী পেশাদার জীবনে মোট ৬১টি হেভিওয়েট বক্সিং ম্যাচে অংশ নিয়েছেন , তার মধ্যে জয় পেয়েছেন ৫৬ টিতে। ১৯৮০ সালে বক্সিং থেকে অবসর নেন তিনি। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে জীবনযাপন করতে থাকেন।
বিশ্বের সর্বকালের সেরা এই মুষ্টিযোদ্ধা একাধারে কবি ও বর্ণবাদবিরোধী আন্দোলনকর্মী হিসেবে পরিচিত ছিলেন। এসবের পাশাপাশি তিনি যে একজন চিত্রশিল্পীও ছিলেন, তা এই প্রথম জানল বিশ্ববাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct