আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক আন্দোলনকারীদের উপর এসইউভি গাড়ি চালিয়ে দেওয়ায় চারজন কৃষকসহ আটজন নিহত হয়। তাতে অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মিশ্র কৃষকদের উপর দিয়ে যাওয়া গাড়িটি চালাচ্ছিলেন। এর দুদিন পর ওই ঘটনায় গুরুতর আহত তেজিন্দার ভির্ক মেদান্ত হাসপাতালের েবডে শুয়ে জানালেন, এসইউভি গাড়ির মধ্যেই ছিলেন মন্ত্রী পুত্র।
এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ভির্ক বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ছিল। অজয় মিশ্র একটি বিবৃতি দিয়েছিলেন যে তিনি লাখিমপুরের কথা বাদ দিয়ে উত্তর প্রদেশের কৃষকদের অনুমতি দেবেন না। আমরা এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। আমরা ক্রমাগত পুলিশ এবং প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছিলাম। আমরা তার দিকে কালো পতাকা নাড়ানোর জন্য পথে দাঁড়িয়েছিলাম। তখনই তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয় হয়। তিনি আরও জানান, ‘দুপুর ৩ টায় বলা হয়েছিল যে তাদের পথ পরিবর্তন হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে ফিরে যেতে শুরু করি। হঠাৎ, দ্রুতগতির গাড়িগুলি আমাদের পিছন থেকে ধাক্কা মারে। গাড়িটি ১০০ কিমি/ঘন্টার বেশি গতিতে ছিল। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দৌড়াদৌড়ি করেছিল। অজয় মিশ্রের ছেলে এবং তার লোকেরা গাড়িতে ছিল। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।’
ভির্কের মতে, উত্তেজিত জনতা এর পরে কনভয়ে হামলা চালায়। আন্দোলনকারীরা তাদের কয়েকজনকে বাঁচিয়ে পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন। এই ঘটনায় তিনি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ দাবি করেন। ভির্কের আরও অভিযোগ, যোগী আদিত্যনাথ সরকার হামলাকারীদের সাহায্য করছে। তাই তিনি সাক্ষ্য দিতে ইচ্ছুক।
সিমরনজিৎ সিং নামে এক কৃষক বলেছেন, তিনি কনভয়ে থাকা লোকজনকে গাড়ি চালিয়ে ও গুলি চালাতে চালাতে পালিয়ে যেতে দেখেছেন।
তবে তিনি জানান, বিক্ষোভকারীদের ধাক্কা মারা এসইউভিটি কে চালাচ্ছিল তা তিনি দেখতে পাননি। সিমরনজিৎ সিং আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রীর সফরের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসাবে শুরু হয়েছিল, যেখানে তাকে কালো পতাকা দেখানো হবে। ৩ মিনিটের মধ্যে গাড়িগুলো বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে পড়ে এবং লোকজন পড়ে যায়।
তিনি হানান, ‘আমি স্বেচ্ছাসেবক ছিলাম এবং লাঙ্গারের দেখাশোনা করছিলাম। এরপর একটি থার, ফরচুনার এবং স্করপিও (কনভয়ে তিনটি গাড়ি) ৮০-১০০ কিমি/ঘন্টা গতিতে এসে কৃষকদের পিছন থেকে পিষে দিয়েছে। তিনি গাড়ি থেকে পাঁচ-সাত জনকে বেরিয়ে আসতে এবং ক্রমাগত গুলি চালাতে দেখেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct