আপনজন ডেস্ক: লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করা হলেও তাকে এখনও গ্রেফতার করেনি যোগী রাজ্যের পুলিশ। আর এর ফলে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন এখনও মূল আসামীকে গ্রেফতার করা হল না?
এর জবাবে উত্তরপ্রদেশের এক শীর্ষ পুলিশ আধিকারিক এস এন সাবাত বলেন, 'আসলে আমরা এখন ব্যস্ত আছি। কৃষকদের সঙ্গে আলোচনা নিয়ে আগে ব্যস্ত ছিলাম। তারপর মৃত কৃষকদের ময়নাতদন্ত ও দাহ নিয়ে ব্যস্ত ছিলাম। প্রতিটি মামলায় একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। আমরা এখন গোটা ঘটনার তদন্ত করছি।' ওই ঘটনার পর থেকেই কৃষকরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি ছিল, মৃত কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে সরকারকে। দোষীদের শাস্তির ব্যবস্থাও করতে হবে। কৃষকদের সমস্ত দাবিই মেনে নিলেও মূল অভিযুক্তকে এখনও অধরা। যদিও এর জবাব এখনও নেই উত্তরপ্রদেশ পুলিশের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct