আপনজন ডেস্ক: পুজোর আগেই মহা বিপদে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিধাননগর এমএলএ এমপি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জানা গিয়েছে, বামফ্রন্ট আমলের একটি ঘটনায় সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন একজন গাড়ি চালক। সেবারে সেই চালক সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়েয়া থানায় এফআইআর দায়ের করেন। সেই মামলায় আদালত হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৬ই নভেম্বরের মধ্যে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
এমনিতেই ক'দিন আগে ইডি, সিবিআই তাঁকে তলব করেছিল। তার মধ্যে বর্ষিয়ান এই তৃণমূল নেতার গ্রেফতারি পরোয়ানা নতুনভাবে অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। যদিও মন্ত্রী জানিয়েছেন, অর্ডার তিনি এখনও হাতে পাননি। সেটি হাতে পেলে তিনি হাজিরা দিয়ে জামিনের আবেদন করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct