আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে এবং দীর্ঘক্ষণ আটক থাকার পরে উত্তরপ্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় প্রতিবাদে নামলো কংগ্রেস। হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি পলাশ ভান্ডারীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ওই কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়ার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। উত্তরপ্রদেশের খেরার ঘটনা এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে 'অবৈধভাবে' গ্রেফতারের প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। এ
দিন নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়। পলাশ ভান্ডারী জানান, প্রিয়ঙ্কা গান্ধী আমাদের কৃষকদের জন্য লড়াই করছেন। মৃত পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
তিনি এখনও উত্তরপ্রদেশে যোগী নেতৃত্বাধীন বিজেপি সরকারের কস্টোডিতে আছেন। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। উল্লেখ্য, রবিবার রাত থেকে সীতাপুর গেস্টহাউসে কার্যত বন্দি থাকার পর প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ তোলা হয়। প্রসঙ্গত, রবিবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে লখিমপুরের খেরায় ৪ জন কৃষকের মৃত্যু হয়। মন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাতেই প্রিয়াঙ্কা গান্ধী লখিমপুরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটকায় পুলিশ। এরপর এদিন প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct