আপনজন ডেস্ক: করোনা বিধি নিষেধ চলার সময় রাজ্য সরকারের নির্দেশ মতো বাড়তি ভাড়া নেওয়ার কথা নয়। কিন্তু অনেক বাস এখন যাত্রীদের কাছ থেকে করোনা বিধি নিষেধে কম যাত্রীর ধুয়ো তুলে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ পরিবহণ দফতরের কর্তাদের কাছে পৌঁছলে কঠোর মনোভাব নিতে শুরু করেছে প্রশাসন।
পরিবহণ দফতর এই অভিযোগ পেয়ে ইতিমধ্যে বাড়তি ভাড়া নেওয়ার জন্য ২৫টি রুটের বাস মালিককে শো কজ নোটিশ পাঠিয়েছে বলে সূত্রের খবর। সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরেও বাড়তি ভাড়া নেওয়া হলে অভিযুক্ত বাসগুলির পারমিট বাতিল করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct