সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বিশ্বভারতী’র অ্যাকাডেমিক কাউন্সিলে যথাযথ আলোচনার দাবিতে বিক্ষোভ - প্রতিবাদে সামিল হয় ছাত্র-ছাত্রী ঐক্য সংগঠন সোমবার বিকেলে। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেট বলাকা-র সামনে ১১ দফা দাবি পূরণের জন্যই বিক্ষোভ প্রতিবাদ বলে ছাত্র-ছাত্রী ঐক্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও বিশ্বভারতীর বহিস্কৃত ৩ পড়ুয়াদের ক্লাসে ফেরানোর এখনো কোন নোটিশ দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। শপিংমল,সিনেমাহল, রেস্তোরাঁ খুলে গেলেও কোভিডের অজুহাতে বিশ্বভারতীর ক্যাম্পাস খোলা হচ্ছে না ।
অতিমারি করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের ৬ গুন ফি বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক বিষয়ে বিশ্বভারতীর দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। কার্যত বিশ্বভারতী’র অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় যে সমস্ত সমস্যা সেগুলোর সঠিক সিদ্ধান্ত গ্রহণের ও দাবি জানানোর জন্যই মূলত আজকের ছাত্র- ছাত্রী ঐক্য সংগঠনের বিক্ষোভ- প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct