কুতুবউদ্দিন মোল্লা, গোসাবা: মাছ, কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের কামড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর বাড়ি গোসাবার সাতজেলিয়া পঞ্চায়েতে।তাকে বাঘের মুখ থেকে তার সঙ্গীরা বাঁচালেও শেষ রক্ষা হয় নি। তাঁকে বাঁচানো যায় নি। বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে মৎস্যজীবীর। মৃতের নাম সেলিম মোল্লা। বয়েস ৩১ বছর। স্থানীয় মানুষ ও বন দপ্তর সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রাম থেকে ৩ জনের একটি দল মাছ ধরতে চিলেমারি জঙ্গলের ধারে রায়। সেখানে বড় চিলমারীর বড় খালের ধারে তারা মাছ ধরছিলেন। আচমকাই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে নৌকায় উঠে সেলিমের ওপরে আক্রমন চালায় । হঠাৎ বাঘের আক্রমণে তার সঙ্গীরা হতচকিত হয়ে যান। তারা বাঘকে আটকানোর আগেই বাঘ শিকারকে মুখে করে নিয়ে জঙ্গলে পালানোর চেষ্টা চালায়।
কিন্তু তা করার আগেই সঙ্গীরা বাঘের পথ আটকে দাঁড়ায়। বাঘের সঙ্গে লড়াই করে সেলিমকে তার মুখ থেকে উদ্ধার করে। বাঘ রনে ভঙ্গ দিয়ে পালায়। সেলিমকে নিয়ে দ্রুত সঙ্গীরা গ্রামে ফিরে আসেন। আর এই খবর চাউর হতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এই বিষয়ে গোসাবার জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল জানান, বৈধ অনুমতি নিয়েই ওঁরা মাছ ধরতে গিয়ে ছিলেন। বাঘের আক্রমণে মৃত্যু হয় সেলিমের। বন দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct