আপনজন ডেস্ক: নতুন বাড়ি সাজানোর সময় অন্দরমহলের রং, সাজসজ্জা, মেঝে, আসবাব নিয়ে যত বেশি ভাবনাচিন্তা করা হয়, ততটা ভাবনা কিন্তু বাড়ির বাইরের বা ভেতরের দরজা নিয়ে করা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই এ অনুষঙ্গ থাকে উপেক্ষিত। একটু ভেবে দেখা উচিত দরজাও অনেকটা বইয়ের মলাটের মতো। অন্দরমহলের সাজ কেমন, এর প্রথম আভাস পাওয়া যায় সদর দরজা থেকেই। এমনকি বাড়ির বাসিন্দাদের রুচি, পছন্দ, অপছন্দ, ভালো লাগার পরিচায়কও দরজা।
শুধু বাড়ির সদর দরজা নয়, প্রতিটি ঘরের দরজাও কিন্তু আলাদা পরিচয় বহন করে। কারণ, প্রতিটি দরজা সেই ঘর সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তৈরি করতে সাহায্য করে। সুতরাং বলাই যায় বাড়ির পরিচয় তুলে ধরতে যার অবস্থান এত গুরুত্বপূর্ণ, তার ধরন ও রূপবিন্যাস নিয়ে একটু ভালোভাবেই ভাবা উচিত।
শুধু দরজার নকশা নিয়ে ভাবলেই চলবে না। কোন দরজার উপাদান কী হবে, তা নির্বাচন করতে হবে প্রয়োজন অনুযায়ী। এরপর চিন্তা করতে হবে কীভাবে তাকে করে তুলবেন নজরকাড়া। তবে দরজা তৈরির আগে বাড়ির আয়তন, ব্যবহারিক প্রয়োজন, বাজেট সবকিছু মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় বিষয় বাড়ি বা ফ্ল্যাটের আয়তন অনুযায়ী দরজা। যেমন দুই রুমের ফ্ল্যাটে যদি কেউ বিরাট লোহার দরজা ব্যবহার করে, নিশ্চয় তা হবে বেমানান। এখানেই দিতে হবে রুচির এবং নান্দনিকতাবোধের পরিচয়। এতেও বাড়ির চেহারাটা পুরো বদলে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct