আপনজন ডেস্ক: ক'দিন আগে তালিবানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তুলনা করেছিলেন ভারতের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। সেই মন্তব্যের জন্য এদিন জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল মুম্বই পুলিশের মুলুন্দ থানায়। জানা গিয়েছে, সন্তোষ দুবে নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর। এ ব্যাপারে মুলুন্দ পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০০ নম্বর ধারায় মানহানির অভিযোগে জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যদিও এই একই অভিযোগে গত মাসে সন্তোষ দুবে আইনি নোটিশ পাঠিয়েছিলেন জাভেদ আখতারকে। সেখানে তিনি বলেছিলেন, ' জাভেদ আখতার আরএসএস সম্পর্কে যে মানহানিকর মন্তব্য করেছেন, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে।'
এর আগে বিবেক চম্পানারকর নামে এক আরএসএস কর্মী ৭৬ বছর বয়সি লেখক-গীতিকারের বিরুদ্ধে মানহানির মামলা করে ১ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। তাঁর জনস্বার্থ পিটিশন গ্রহণ করে জাভেদকে নভেম্বর পরবর্তী শুনানির দিন হাজির থাকতে বলে নোটিস দেয় আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct