আপনজন ডেস্ক: করোনার মৃত ব্যাক্তির পরিবার অনুদান হিসেবে ৫০ হাজার টাকা পাবে বলে আগে জানিয়েছিল কেন্দ্র। এদিন কেন্দ্রের সেই প্রস্তাবে সায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 'করোনায় মৃত ব্যাক্তির সবচেয়ে নিকটতম আত্মীয়কে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। কেন্দ্র এবং রাজ্যের গৃহীত একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্পের আওতার বাইরে এই অর্থ প্রদান করা হবে।'
একই সঙ্গে মুদ্রিত আকারে প্রকাশ করতে হবে অর্থ প্রাপকদের নাম। নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি এমআর শাহ এবং এএস বোপান্নার বেঞ্চের নির্দেশ, 'অনুদান চেয়ে আবেদনের ৩০ দিনের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে। কোনও রাজ্য চাইলে ৫০ হাজারের বেশিও দিতে পারে। মৃত্যুর ৩০ দিন আগে কোনও ক্লিনিক বা আন্তঃরোগী কেন্দ্র থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই এই অনুদান মিলবে।' জানা গিয়েছে, মৃতদের পরিবারকে জেলা বিপর্যয় দফতরে গিয়ে আবেদন করতে হবে। সেখানে জমা দিতে হবে করোনা নথি-সহ মৃত্যু শংসাপত্র এবং ব্যাঙ্ক ডিটেলস। এই আবেদনের ৩০ দিনের মধ্যেই ব্যাঙ্কে ঢুকবে টাকা। তবে কারোর আবেদন বাতিল হলে, সেই কারণও দর্শাতে হবে প্রশাসনকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct