আপনজন ডেস্ক: লকডাউনের পরবর্তীতে রাজ্য জুড়ে বিধি-নিষেধের মধ্যে বাস মালিকদের পরিবহণ দফতরের তরফে পরিষ্কার বলা হয়েছিল, ভাড়া আগের মতোই রাখতে হবে। যখন তখন বাড়িয়ে দেওয়া যাবে না। যদিও সরকারের সে কথায় কান না দিয়ে লকডাউনের পর থেকে যখন বাস রাস্তায় চলছে, সেদিন থেকেই বাসের ভাড়া অনেকটা বেড়ে গিয়েছে। আর তখন থেকেই শহরতলির রাস্তায় চলছে বাস। তবে এতদিন পর টনক নড়েছে সরকারের। শেষ পর্যন্ত বাস মালিকদের শো-কজ নোটিস পাঠানো হয়েছে। আসলে অনেক দিন ধরেই বেশি বাস ভাড়া এবং তার জেরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ যাচ্ছিল পরিবহণ দফতরের কাছে। নিত্যযাত্রীরাও নিরুপায়।
তাঁদের দরকারে বাসে ওঠা ছাড়া আর গতি নেই। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি মোটর ভেহিকলের আধিকারিকরা সাধারণের বেশে বাসে উঠেছেন। তাঁরা বিভিন্ন রুটের বাসে উঠে ভাড়া যাচাই করেছেন। আর তারপরেই রিপোর্ট দিয়েছেন পরিবহণ দফতরের কাছে। বেশ কিছু বাস মালিকদের কারণ দর্শাতে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct