আপনজন ডেস্ক: পুজোর আগের খুশির খবর পেলেন তূণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সারদা মামলায় স্থায়ী জামিন পেলেন তিনি। আর সেটাই টু্ইট করে জানিয়েছেন তিনি। এদিন তিনি লিখেছেন, 'ইডি-র সারদা মামলায় বিশেষ সিবিআই আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছে। আগে এটি অন্তর্বর্তী জামিন ছিল। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আমার স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন। ইডি -র প্রতিনিধিত্ব করেছিলেন অভিজিত্ ভদ্র।
শুনানি শেষে বিচারক অনুপম মুখোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।' এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সারদা দুর্নীতি মামলায় অভিযুক্ত কুণাল। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে 'প্রভাবশালী' তত্ত্ব খাড়া করে তাঁর জামিনের বিরোধিতা হয়। বিচারক ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। আদালতের তরফে জানানো হয়েছে, পরবর্তী কালে তদন্তের স্বার্থে যদি কুণালকে ডাকা হয়, তবে তাঁকে অবশ্যই উপস্থিত হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct