আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে কৃষি আইনের বিরোধীতায় বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়ে দুই কৃষককে পিষে মারার অভিযোগ উঠেছিল বিজেপি মন্ত্রী অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধে। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় লখিমপুরে। সংযুক্ত কিষান মোর্চার দাবি ছিল, মন্ত্রীর ছেলের গাড়িতে পিষ্ট হয়ে চারজন কৃষক মারা গেছেন। যদিও উত্তরপ্রদেশ পুলিশ জানায় ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১৫ জন।
ভয়ঙ্কর এই ঘটনার পর থেকেই কৃষকরা রাস্তায় অবরোধ, বিক্ষোভ শুরু করেন। যদিও এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন কূষকরা। সরকার মৃতদের পরিবারকে ৪৫ লাখ ও আহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশের সঙ্গে আলোচনার পর কৃষকরা মৃতদেহ দাহ করতে রাজি হয়। পুলিশের তরফে গোটা ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই ঘটনার তদন্ত চলবে বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct