আপনজন ডেস্ক: মুসলিমদের পয়গম্বর হযরত মুহাম্মদ সা.-এর কার্টুন এঁকে বিতর্ক সৃষ্টি করেছিলেন সুইডিশ কার্টুনিস্ট লারস ভিল্কস। ২০০৭ সালে মুহাম্মদ সা.-কে নিয়ে কার্টুন প্রকাশ হলে দুনিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠে। ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন দেশের মুসলমানরা। উদ্ভূত পরিস্থিতিতে এক পর্যায়ে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফেলডট। হযরত মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লারস ভিল্কস এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন রবিবার।
জানা গেছে, রবিবার পুলিশের গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন তিনি। পথে তাকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে লারস ভিল্কস এবং গাড়িতে থাকা আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই ট্রাকটির চালকও আহত হয়েছেন।
উল্লেখ্য, হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কার্টুন আঁকার পর লারস ভিল্কসের প্রাণনাশের হুমকি আসে। এরপর থেকেই তিনি পুলিশি নিরাপত্তায় ছিলেন।
তবে প্রাথমিকভাবে এ পথ ঘটনায় অন্য কেউ জড়িত নেই বলে পুলিশের ধারণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct