আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হওয়া কৃষকদের পরিবারের পাশে থাকতে সেখানে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ও সমাজবাদী এই সব কৃষকরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের বাতিলের দাবিতে বিক্ষোভ করচিলে। অভিযোগ উঠেছে, এ সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি (গাড়িটিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে ছিল বলে অভিযোগ) দুই কৃষককে পিষে মেরে ফেলেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।
লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, সহিংসতায় চার কৃষকসহ মোট আট জন মারা গেছেন। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র দাবি করেছেন, তার ছেলে কনভয়ে ছিল না, আর যদি থাকতো তাহলে কৃষকরা তাকে পিটিয়ে মেরে ফেলতো।
যদিও পুলিশ সূত্র জানিয়েছে, লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলেসহ উত্তর প্রদেশের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct