দেবাশীষ পাল, মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা চলাকালীন এক রোগী নিখোঁজকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার সকালে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায় গত শুক্রবার মালদা জেলার হবিবপুর থানা আকতল গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার পরিমল রায় বয়স(৬০) বছরের এক বৃদ্ধকে শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুরে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে। ভর্তির পর থেকেই অনেকটা সুস্থ হয়েছিল ওই রোগী। অন্যান্য দিনের মতো রোগীর পাশে রাতে ঘুমিয়ে ছিল পরিবারের আত্মীয় বলাই মন্ডল। শনিবার গভীর রাতে দেখতে পায় তার পাশে তাদের রোগী নেই। শুরু হয় গোটা রাত ধরে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি। রবিবার সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত কোনো সন্ধান পায়নি নিখোঁজ হয়ে যাওয়া রোগী বলে জানাই পরিবারের সদস্যরা।
এই বিষয়ে রোগীর আত্মীয় বলাই মন্ডল,জানান যে তার রোগী ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অনেকটা সুস্থ হয়েছিল। কিন্তু গতকাল রাতে হঠাৎই দেখতে পান তার পাশে রোগী নেই। আমরা কর্মরত চিকিৎসক ও নার্স দিদিদের বিষয়টা জানাই। এরপর সারারাত ধরে খোঁজাখুঁজি করি রবিবার সকাল পর্যন্ত রোগীর এখনও কোনো সন্ধান আমরা পাইনি। আমরা বলতে চাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে চারিপাশে নিরাপত্তারক্ষী। কিভাবে রোগী বেরিয়ে গেল আমরা বুঝে উঠতে পারছিনা। এই বিষয়ে আমরা স্থানীয় থানা ও হাসপাতাল কর্তৃপক্ষ কাছে একটি নিখোঁজ অভিযোগ করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct