নিজস্ব প্রতিবেদক: ভবানীপুর কেন্দ্রে ব্যাপক ব্যাবধানে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮,৮৩২ ভোটে জয়ী হয়েছেন তিনি। রবিবার সকাল থেকেই ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট গণনা শুরু হয়। এদিন বেলা গড়াতেই ট্রেন্ড দেখে বোঝা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন শুধু সময়ের অপেক্ষা। এই ট্রেন্ড দেখে এদিন সকালেই মন্ত্রী ফিরহাদ হাকিম ৭০ হাজার ভোটে দিদি জিতছেন বলে দাবি করেছিলেন।
যদিও ছাপ্পা ভোটের দাবি করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। তিনি বলেন, মানুষকে ভোট দেওয়া হয় নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে ২০১১ সালের রেকর্ড ভেঙে কি করে এতো মার্জিনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরের পর থেকেই জয়ের আনন্দে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকদের উছ্বাস চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct