রিয়াজউদ্দিন আহমেদ: ২ রা অক্টোবর জাতির জনক মহত্মা গান্ধীর জন্ম দিন, সেই দিনকে সামনে রেখে জাতীয় ও রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে এবং বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্হাপনায় বীরভূম জেলা জুড়ে শুরু হলো সচেতনতা অভিযান। “আজাদি কা অমৃত মহোৎসব” - এই কর্মসূচীর অংশ বিশেষ হিসেবে, জতীয় আইনী পরিষেবা কতৃপক্ষের ছত্রছায়া ভারতবর্ষ ব্যাপী আইনী সচেতনতা অভিযানের সূচনা হয় আজ থেকে। এদিন সিউড়ীর জেলা পরিষদ হলে জাতীয় আইনী পরিষেবা কতৃপক্ষ ও জাতীয় মহিলা কমিশনের নির্দেশে বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্হাপনায় মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে আলোচনা শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্হিত ছিলেন জেলা জজ শুভ্রজিৎ বসু, ডিএসপি ( ক্রাইম) ফিরোজ হোসেন, অতিরিক্ত জেলা শাষক ( জেলা পরিষদ) কৌশিক সিনহা,জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়।
পাশাপাশি রামপুরহাট, সিউড়ী, বোলপুর সংশোধনাগারে জেল বন্দী ও বিচারাধীন বন্দীদের নিয়ে আইনী সচেতনতা শিবির হয়। রামপুরহাটের একটি হোমে বিশেষ চাহিদা সম্পন্নদের মানসিক বিকাশে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বোলপুরের একটি বেসরকারি আইন কলেজে পাচার ও যৌন নিগ্রহ বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এখানে উপস্হিত ছিলেন বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা মহকুমা আইনী পরিষেবা কমিটির চেয়ারম্যান সুজয় সেনগুপ্ত, ল কলেজের অধ্যক্ষ অনিন্দিতা সরকার দত্ত, আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ সহ আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, আজ থেকে টানা দেড়মাস যাবৎ জেলাজুড়ে চলবে আইনী সচেতনতা শিবির, সেখান থেকে জেলার সমস্ত ব্লক, পঞ্চায়েতের সাধারন মানুষের আইনী সমস্যার সমাধানের উদ্দেশ্যে ১৪ নভেম্বর সিউড়ীতে আইন মেলা হবে বলে জানান আইনী সহয়ক মহিউদ্দীন আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct