অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: প্রতিটি শিশুর মৌলিক অধিকারগুলি রক্ষার্থে সদাতৎপর কুমারগঞ্জ ব্লক প্রশাসন। শিশুরা নানা সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে ।কোনো শিশু যাতে লাঞ্ছনা, শিশু পাচার, শিশু শ্রম , অপুষ্টি, পাচার, বাল্য বিবাহ ইত্যাদির শিকার না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কুমারগঞ্জ ব্লক চাইল্ড প্রটেকশন কমিটি। তাই শিশু সুরক্ষা বিষয়ে গ্রাম্য স্তরীয় শিশু সুরক্ষা কমিটির (ভিএলসিপিসি) সদস্য দের নিয়ে কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ৫নং ভুঁঁওর গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে অনুষ্ঠিত হল বিশেষ কর্ম পরিকল্পনা। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোস্না ঘোষ, মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সম্পাদক তথা কুমারগঞ্জ ব্লক চাইল্ড প্রটেকশন কমিটির সদস্য মিজানুর রহমান, ইউনিসেফের ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর অনিমেশ ব্যানার্জি, ব্লক কো-অর্ডিনেটর প্রবীর রায়, গ্রাম পঞ্চায়েত সহায়ক আফসার আলী, আইসিডিএস সুপারভাইজার, হেলথ সুপারভাইজার, প্রতিটি গ্রাম সংসদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, আইসিডিএস কর্মী, স্বনির্ভর দলের সংঘ নেত্রী, কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এবং আইএজি ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, এলাকায় যাতে একটিও বাল্য বিবাহ না হয়, কোন শিশু ও নারী হারিয়ে না যায়, শিশু শ্রমিক প্রথা , বধূ নির্যাতন বন্ধ হয়, তার জন্য আগামী এক মাসের মধ্যে প্রতিটি গ্রাম্য স্তরীয় শিশু সুরক্ষা কমিটির সদস্যদের আলোচনা সভার আয়োজন করতে হবে বলেই আলোচনা সভায় উপস্থিত বিশিষ্টজনেরা জানান।
এদিনের আলোচনা সভায় কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং জানান, প্রতি মাসে এক বার করে গ্রাম্য স্তরীয় শিশু সুরক্ষা কমিটির মিটিং গ্রাম সংসদ এলাকায় করতেই হবে। সমস্থ গ্রাম সংসদ এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পর গ্রাম পঞ্চায়েতে নারী ও শিশু কল্যাণ উপ-সমিতির মিটিং করে এলাকার শিশুদের সমস্যা ও কোন পথে সমাধান করা সম্ভব তার রূপ রেখা তৈরি করে রিপোর্ট ব্লক চাইল্ড প্রটেকশন কমিটি কে পাঠাতে হবে। ব্লকে প্রতি তিন মাস পর পর ব্লক স্তরীয় শিশু সুরক্ষা কমিটির মিটিং এ তা পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবিষয়ে সকলের সহযোগিতা আহ্বান করেছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
এবিষয়ে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোস্না ঘোষ জানান, মূলত ১৮ বছরের নিচে কোন মেয়ের বিয়ে যাতে না হয়, তার জন্য পুরোহিত, কাজী, ইমামদের বিবাহের পূর্বে মেয়ের জন্ম সার্টিফিকেট এর প্রত্যায়িত কপি নেওয়ার জন্য আমরা বলেছি । আমরা চাই আমাদের ব্লক যাতে জেলার মধ্যে এবিষয়ে মডেল হিসেবেে আমরা তুলে ধরতে পারি। আমরা চাই প্রশাসনের তরফে নাবালিকার বিয়ে রোধের আগেই আপনারাই তৎপর হয়ে এ বিষয়ে সচেতন করবেন।এবিষয়ে কুমারগঞ্জ ব্লক শিশু সুরক্ষা কমিটির সদস্য মিজানুর রহমান জানান, মূলত নাবালিকাদের বিয়ে বন্ধ,মানব পাচার, শিশু পাচার প্রতিরোধ, শিশু শ্রমিক প্রথা বন্ধ, বধূ নির্যাতন বন্ধ করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা সদা তৎপর রয়েছি।
এই বিষয়গুলির উপরে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে ব্লকের প্রত্যেকটি গ্রাম সংসদ এলাকায় আমরা প্রচার চালাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct