আপনজন ডেস্ক: ক'দিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্যের মহিলারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। সেইমতো তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের একটি ঘোষণাতেই রাজ্যের চার জেলায় মহিলারা পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। পুজোর মধ্যেই ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। ভবানীপুরের উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে নির্বাচন মিটতে না মিটে রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে।আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্রে উপনির্বাচন। সেই চার কেন্দ্র হল কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনায় খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। ৩০ অক্টোবর ভোট ঘোষণা হয়ে যাওয়ায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে ওই চার জেলায়। ফলে ওই চার জেলায় কোনও সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না এই এক মাস। ভোট গণনা হবে ২ নভেম্বর। তারপরই এই চার জেলায় আদর্শ আচরণবিধি উঠবে। এবং সরকারি প্রকল্পের পরিষেবা পাবেন জেলার মহিলারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct