আপনজন ডেস্ক: জনসংখ্যার গাণিতিক পরিবর্তনের কারণে ২০৫০ সালে অনুপ্রবেশকারীরা অসম দখল করে নেওয়ার নীল নকশা করেছে বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যদিও বিরোধী দলগুলি তার এই মন্তব্যকে ‘সাম্প্রদায়িক’ হিসাবে বর্ণনা করেছে।
ধেমাজিতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘অবৈধ বসতি স্থাপনকারীরা’ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। তিনি বলেন, আমি কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বলছি না। আমাদের বলা উচিত নয় যে এটি ইসলামের অনুসারীরা করছে কারণ আদিবাসী অসমিয়া মুসলমানরা এর অংশ নয়। এই লোকদের (জবরদখলকারীদের) সম্মিলিত লক্ষ্য হ’ল ২০৫০ সালের মধ্যে অসমে ক্ষমতার সমীকরণ পুরোপুরি পরিবর্তন করা।
দরং জেলায় এক নির্মম উচ্ছেদ অভিযানের সময় দুই জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার এক সপ্তাহ পর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
তিনি দাবি করেন, গোরুখুটিতে ১০ হাজারককে উচ্ছেদ করা হয়েছে। তার মধ্যে ৬ হাজার জনের নাম এনআরসির খসড়া তালিকায় নেই।
রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার সরকারি জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ করা বসতিস্থাপনকারীদের উচ্ছেদ করা শুরু করেছে। শোনিতপুর, হোজাই এবং দরং-এ বিভিন্ন অভিযানে অসম প্রশাসন যাদের নিশানা করেছিল তাদের বেশিরভাগই ছিল বাংলাভাষী মুসলমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct