করোনার কারণে এবারের পুজোতে মন্ডপের ভিতরে যেতে পারবেন না দর্শনাথীরা। মন্ডপের বাইরে দাঁড়িয়ে দেখতে হবে প্রতিমা। এতে মন খারাপ পুজা দর্শনার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন, প্যান্ডেল হপি করলেও প্রতিবছরের মতো দল বেঁধে না বেরোলেই ভাল।কিন্তু একা ঠাকুর দেখেও তো মজা নেই। তাহলে উপায়? করোনা সচেতনতার পাশাপাশি প্যান্ডেল হপিংয়েও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রেখেই এবার সাইকেল রাইডিংয়ের ব্যবস্থা করল নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অফরিটি। এতে মণ্ডপ ছাড়াও পুজোর সময় সাইকেল নিয়ে যে কোনও জায়গায় ঘুরে বেড়ানো যাবে।
নিউটাউনে এমনীতেই অ্যাপভিত্তিক সাইকেলের ব্যবস্থা রয়েছে। অ্যাপের মাধ্যমে বুকিং করার পর নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় সাইকেল। এবার পুজোতেও সাইকেলের ব্যবহার বাড়াতে চাইছে এনকেডিএ। এক্ষেত্রে নিউটাউনের কলকাতা গেট ও রবীন্দ্রতীর্থ থেকে পাওয়া যাবে সাইকেল। এই সুবিধা মিলবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct