আপনজন ডেস্ক: ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে ঝাঁঝ দেখিয়েছে বিজেপি। শিখ মহল্লায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিকে পাঠানো থেকে শুরু করে বাঙালি পাড়ায় গায়ে রূপা গঙ্গোপাধ্যায়ের হাত জোড় করে নমস্কার। এতে বোঝা যাচ্ছিল, পাড়া ধরে ভোটের অঙ্ক কষছে বিজেপি। সেইসঙ্গে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে খোল-করতাল তো ছিলই। রবিবার সেই ভোটের ফল ঘোষণা হবে। তার আগের এদিন বিজেপির সাইবার গুরু অমিত মালব্য মেরুকরণ অস্ত্রে শান দিয়ে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মালব্য টুইট করে লেখেন, 'পিসি ভবানীপুরের প্রচার শুরু করেছিলেন ষোল আনা মসজিদ থেকে। ৭৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন তিনি। সেখানে গতবার ৮৫ শতাংশ ভোট পড়েছিল, যার অধিকাংশটাই জল মেশানো ছিল। সেখানে মমতা ২০ হাজারের বেশি ভোটে লিড পেয়েছিলেন। এবার সেখানে ৬০ শতাংশ ভোট পড়েছে!' মমতার ষোল আনা মসজিদ দিয়ে প্রচার শুরুর কথা বলে মালব্য কিন্তু মেরুকরণের অস্ত্রে ভালো করে শান দিয়ে দিলেন।এ ব্যাপারে এক তৃণমূল নেতা বলেন, ' যারা মাত্র পাঁচ মাস আগে গো হারা হেরেছে, তাদের সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অভ্যাস আর গেল না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct