সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: আজও সোনামুখী ব্লকের একাধিক গ্রামের সাধারণ মানুষ জলবন্দি শুক্রবার এমনই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় । সোনামুখী ব্লকের রাধামোহন পুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর , সমিতিমানা , পান্ডেপাড়া অন্যদিকে ডিহিপাড়া পঞ্চায়েতের কেনেটিমানা , রাঙ্গামাটি সহ বেশ কয়েকটি গ্রাম এখনো জলবন্দি রীতিমতো জল যন্ত্রণায় এলাকার সাধারণ মানুষরা । প্রতিবছর তাদেরকে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয় । তার ওপর এবছর নিম্নচাপের কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য দামোদর নদীতে জল স্তর বৃদ্ধি পেয়েছে । পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে দামোদর নদীর জল এই সমস্ত গ্রামগুলিতে ঢুকে পড়েছে । বাড়ির বাইরে কেউ বের হতে পারছেন না । সোনামুখী ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। শোভারানী দাস নামে উত্তর নিত্যানন্দপুর গ্রামের এক জল বন্দী গ্রামবাসী জানান , আমরা অত্যন্ত সমস্যায় রয়েছি । পাশাপাশি রাতের অন্ধকারে সাপের আতঙ্ক রয়েছে। প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের ।
গৌরাঙ্গ চৌধুরী নামে অপর এক গ্রামবাসী জানান , প্রতিবছর আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । পাশাপাশি গবাদি পশু দেরকে নিয়ে চরম সমস্যায় পড়তে হয়েছে আমাদেরকে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct